ফজরের নামাজের শুরু ও শেষ সময়

পুথিবীর বুকে যখন আলো নেমে আসা শুরু করে ঠিক তখন হতেই ফজরের নামাজ শুরু হয়-একে সুবহে সাদিকের পর থেকে ধরা হয় । এই সুবহে সাদিক হচছে যখম সুর্য দিগন্তের ১৮ ডিগ্রি নিচে থাকে। কিন্তু এই ডিগ্রি কোরান বা হাদিসের উল্লেখ্য বিষয় নয়। কোরআন এবং হাদিসে কেবল মাত্র সুবহে সাদিকের আলামতে কথা উল্লেখ করা হয়েছে আর সেই আলামত অনুযায়ী মুসলিম বিজ্ঞানিগন এই সময়টা উল্লেখ করেছেন

ফজরের নামাজের শেষ সময়
সুবহে সাদিক ও সুবহে কাযিব

দিনের শেষ হয়ে যখন অন্ধকার আসার পূর্ব পযর্ন্ত -যা পশ্চিম আকাশে লম্বা সাদা আভা দেখা গেলে তখন তাকে বলা হয় সুবহে কাযিব আর এর কিছুক্ষণ পর যখন পশ্চিম আকাশে পুনরায় আড়াআড়ি ভাবে বড় আকারে সাদা আভা প্রকাশ পায় সেটি হলো সুবহে সাদিক।

আর এই সুবহে সাদিক থেকেই ফজরের নামাজের সময় বা ওয়াক্ত শুরু হয়। কিন্তু এটি পর্যবেক্ষণের জন্য অবশ্যই মেঘমুক্ত পরিষ্কার আকাশ প্রয়োজন এবং হঠাৎ একদিন পর্যবেক্ষণ করেই কোন সিদ্ধান্ত নেয়া যাবে না। কেননা বিষয়টি অতি সুক্ষ্ম সকলের জ্ঞানের বাইরে

এটা সাধারণ মানুষের পক্ষে সুবহে সাদিক বা আসলাম দেখে ফজরের নামাজের সময় নির্ধারণ করা অনেক কষ্টকর সেখানে ভূল হবার সম্ভাবনাও থাকে অনেক বেশি আর সেকারণেই ইসলামিক বিশেষজ্ঞ প্রদত্ত সময় সূচি অনুযায়ী নামাজ আদায় করায় উত্তম

যখন সুবহে সাদিক শুরু হয় তখন থেকে ফজরের নামাজের ওয়াক্ত শুরু হয়ে যায়।এই ওয়াক্ত সূর্যাস্ত পর্যন্ত থাকে। সুবহে সাদিক হলো রাতের শেষে পূর্ব আকাশে যে লম্বাকৃতির আলোর রেখা দেখা যায় সেই সময়।

আর সূর্য ওঠার সাথে সাথেই ফজরের নামাজ এর সময় শেষ হয়ে যায়। এবং সূর্য ওঠার পর আর ফজরের নামাজ পড়া যায় না। যদি কোন কারনে নামাজ পড়তে দেরি হয়ে যায় সেক্ষেত্রে সূর্য উদয় শেষ হবার পর কাজা নামাজ আদায় করে নিতে হবে। কেননা সুর্য দয় সূর্যাস্তের সময় নামাজ আদায় করা হারাম

 

 

Post a Comment

أحدث أقدم