"

দোয়া ইউনুস Dua Yunus

দোয়া ইউনুস সম্পূর্ণ, বিপদ মুক্তির দোয়া, দোয়া ইউনুস এর ফজিলত, Dua Yunus Bangla দোয়া ইউনুস

দোয়া ইউনুস এর ইতিহাস- পরিচয়

হয়রত নবী ইউনুস () আল্লাহর প্রেরিত একজন নবী। প্রত্যেক নবীদের কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছিল। ইউনুস () যখন আল্লাহর নির্দেশের পূর্বে তিনি তাঁর গোত্র থেকে হিজরত এর জন্য জায়গা ত্যাগ পানি পথে যাওয়ার সময় একটি মাছ গিলে ফেললে তখন, মাছের পেটে বসে বিপদ হতে রক্ষায় মহান আল্লাহর কাছে যে দোয়া পড়েন আর সে দোয়ার বরকতে আল্লাহ তাকে মহাবিপদ থেকে উদ্ধার করেছিলেন, এই দোয়া ইউনুছ।

দোয়া ইউনুস পড়ার নিয়ম

যে কোনো বালা-মসিবত, বিপদাআপদ, দুশ্চিন্তা-পেরেশানি, উদ্বেগ-উৎকণ্ঠা ইত্যাদি থেকে মুক্তির উদ্দেশ্যে দোয়া ইউনুস পাঠ করা অত্যন্ত কার্যকর আমল। কিন্তু দোয়া ইউনুস কখন, কীভাবে এবং কতবার পড়তে হয়?

দোয়া উইনুস পড়ার নিয়ম হলো মহান আল্লাহর কাছে একান্ত বিনয় নম্রতাএকাগ্রতাপূর্ণ আন্তরিকতা ভয়ভীতির মাধ্যমে যাবতীয় বিপদ-আপদ থেকে মহান আল্লাহর কাছে দোয়া করা। তবে এর জন্য নির্দিষ্ট কোনো পরিমাণ বা সংখ্যা নেই। তবে দোয়া কবুল উপকারিতা লাভে রয়েছে কিছু নিয়ম-নীতি আর তাহলো-

- আমির সানআনি বলেন, 'যদি বলা হয়, এটা তো একটা জিকির, দোয়া নয়, তবে আমরা বলব, এটি এমন একটি জিকির যা দ্বারা দোয়া শুরু করা হয়। এটা পড়ার পর যা ইচ্ছা দুআ করা যাবে।' (আত-তানবির)

- এভাবে প্রথমে দোয়া ইউনুস পাঠ করার পর আল্লাহর কাছে কাঙ্ক্ষিত উদ্দেশ্য নিয়ে দোজা করলে, আশা করা যায়, মহান দয়ালু দাতা আল্লাহ দোয়া কবুল করবেন। ক্ষেত্রে দোয়া কবুলের শর্তাবলি আদব ঠিক থাকতে হবে।

 - দোয়ার আমলকারীকে অবশ্য্ হালাল উপার্জন থেকে খাদ্য-পানীয় গ্রহণ করা এবং হালাল অর্থের উপর জীবন যাপন করা।

- দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উপর দরুদ পাঠ করা। দোয়া শেষে আবারও দরুদ পাঠ করা ভালো।

- অন্তরে দোয়া কবুল হওয়ার দৃঢ় আস্থা মনোভাব অক্ষুণ্ন রাখা।

- একান্ত বিনয়-নম্রতার কোমলতার সাথে কান্নাবিজড়িত কণ্ঠে বারবার দোয়া করা।

- দোয়া করতে করতে বিরক্ত না হওয়া।

- দোয়া কবুলের জন্য তাড়াহুড়া না করা।

মনে রাখতে জরুরী

মহান আল্লাহ তাআলা বান্দার দোয়া তিনভাবে কবুল করে থাকেন, যা প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস দ্বারা সাব্যস্ত। আর তাহলো-

- মহান আল্লাহপাক বান্দাকে কখনও কখনও তার প্রত্যাশিত চাওয়াটি কখন পূর্ন করেন বলা মুসকিল।

- কখনও কখনও তিনি এর প্রতিদান আখেরাতের জন্য জমা রাখেন। তিনি বান্দার দুনিয়াবি প্রত্যাশা পূরণ না করে এই দোয়ার বিনিময়ে আখেরাতে তাকে মহা পুরস্কারে ভূষিত করবেন, যা তার জন্য দুনিয়া থেকে আরও বেশি কল্যাণকর।

- কখনও দোয়ার কারণে তাকে বড় ধরনের বিপদ থেকে হেফাজত করেন। যার তার জন্য একেবারে অবশ্যম্ভাবী ছিল।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে যথাযথভাবে দোয়া ইউনুস-এর মাধ্যমে বিভিন্ন বিপদ-আপদ থেকে মুক্ত থাকার তাওফিক দান করুন। যেভাবে তিনি হজরত ইউনুস আলাইহিস সালামকে বিপদ থেকে হেফাজত করেছিলেন। দোয়া ইউনুস এর মাধ্যমে দুনিয়াবাসিকে মহামারি করোনাসহ যাবতীয় প্রাকৃতিক বিপর্যয় থেকেও হেফাজত করুন। আমিন।

 দোয়া ইউনুস  Dua Yunus

 আরবি : لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ 

বাংলা: লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ্ জালিমীন।

অর্থ :আপনি ব্যতীত আর কোনো উপাস্য নেই। আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি। অবশ্যই আমি পাপী।

ইংরেজী : La ilaha illa anta subhanaka inni kuntu minaj jalimin

দোয়া ইউনুস,dua yunus,yunus as dua,dua of yunus,দোয়া ইউনুস,dua yunus bangla,dua yunus benefits,


 দুয়া ইউনুসের ফজিলতঃ

 

দোয়া ইউনুসের ফজিলতঃ ১

 এ আয়াতে আল্লাহতায়ালা ইরশাদ করেছেন, আমি নবী ইউনুসের প্রার্থনা মঞ্জুর করেছি। তাকে দু:খ থেকে মুক্তি দিয়েছি। অনুরূপভাবে যে মুমিনরা এ দোয়া পড়বে আমি তাদেরও বিভিন্ন বালা-মুসিবত থেকে মুক্তি দিব। -সূরা আল আম্বিয়া: ৮৮

দোয়া ইউনুসের ফজিলতঃ ২

 হজরত নবী করিম (সা.) ইরশাদ করেছেন, যে ব্যক্তি হজরত ইউনুস (আ.)-এর ভাষায় দোয়া করবে, সে যে সমস্যায়ই থাকুক আল্লাহতায়ালা তার ডাকে সাড়া দিবেন। -তিরমিজি: ৩৫০৫

দোয়া ইউনুসের ফজিলতঃ৩

 হজরত রাসূলুল্লাহ (সা.) আরও ইরশাদ করেছেন, আমার ভাই ইউনুসের দোয়াটি খুব সুন্দর। এর প্রথম অংশে আছে কালিমায়ে তায়্যিবা। মাঝের অংশে আছে তাসবিহ। আর শেষের অংশে আছে অপরাধের স্বীকারোক্তি। যে কোনো চিন্তিত, দু:খিত, বিপদগ্রস্থ ব্যক্তি প্রতি দিন এ দোয়া তিন বার পাঠ করবে আল্লাহতায়ালা তার ডাকে সাড়া দিবেন। -কানজুল উম্মাল: ৩৪২৮

 

দোয়া ইউনুসের ফজিলতঃ৪

 হজরত সাদ ইবনে আবি ওক্কাস রা. রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মরফু সূত্রে বর্ণনা করেন যে, মাছের পেটে থাকা অবস্থায় হজরত ইউনুস আলাইহিস সালামের দোয়া ছিল, লা-ইলাহা ইল্লা....। যে কোনো প্রয়োজনে কোনো মুসলমান যদি এই দোয়া পড়ে তার প্রতিপালককে ডাকে তাহলে অব্যশই আল্লাহ তায়ালা তার ডাকে সাড়া দেবেন। [তিরমিজি-৩৫০৫, সুনানে কাবুরা-১০৪৯২, মুসনাদে আহমদ-১৪২ ও রূহুল মাআনি-৮/১০৯]

 দুয়া ইউনুসের ফজিলতঃ৫

 হজরত ইবনে আবি হাতেম রহ. নকল করেন যে কোনো ব্যক্তি দোয়ায়ে ইউনুস পড়ে দোয়া করলে সে দোয়া কবূল করা হয়। কারণ এ আয়াতের শেষে আল্লাহ তায়ালা বলেছেন, وكذلك ننجى المؤمنين অর্থাৎ এভাবেই আমি মুমিনদেরকে মুক্তি দিয়ে থাকি।

 দুয়া ইউনুসের ফজিলতঃ৬.

 ইবনে জারির তাবারি রহ. একটি মরফু হাদিসে নকল করেন, আল্লাহর একটি নাম আছে, যে নামটি নিয়ে কেউ দোয়া করলে তা কবূল করা হয়, এবং এই নামের উছিলায় কিছু চাওয়া হলে তা দেয়া হয়, তা হলো দোয়ায়ে ইউনুস।

দুয়া ইউনুসের ফজিলতঃ৭

 হজরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রা. বলেন, আমি জিজ্ঞেস করলাম ইয়া রসূলাল্লাহ! এই দোয়াটি কি হজরত ইউনুস আলাইহিস সালামেরই বৈশিষ্ঠ্য নাকি সব মুসলমানের জন্যই? তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি পড়নি, ونجينه من الغم وكذلك ننجى المؤمنين (অর্থাৎ আমি তাকে চিন্তা থেকে মুক্তি দিয়েছি আর আমি এভাবেই মুমিনদেরকে মুক্তি দিয়ে থাকি।) অতএব যে কোনো ব্যক্তিই এইভাবে দোয়া করবে আল্লাহ তায়ালা সে দোয়া কবূল করার প্রতিশ্রুতি দিয়েছেন।

 দুয়া ইউনুসের ফজিলতঃ ৮.

 হজরত ইবনে আবি হাতিম রহ. হজরত কাসির ইবেন সাদ থেকে নকল করেন, তিনি বলেন, আমি হাসান বসরি রহ. কে জিজ্ঞাসা করলাম যে, আল্লাহর ইসমে আযম কোনটি, যে নামের দ্বারা দোয়া করলে দোয়া কবূল হয় এবং কোনো কিছু চাইলে তা দেয়া হয়? উত্তরে তিনি বললেন, ভাতুষপুত্র! তুমি কি আল্লাহর এই বানীটি পড়নি? অতপর তিনি এই আয়াত দুটি তেলাওয়াত করে বললেন, এটাই হলো সে ইসমে আযম, যার দ্বারা দোয়া করলে দোয়া কবূল হয় এবং কোনো কিছু চাওয়া হলে তা দেয়া হয়। [তাফসিরে ইবনে কাসির:৩/৩৯৫-৩৯৬]

 দুয়া ইউনুসের ফজিলতঃ৯

 এক হাদিসে এসেছে, কোনো মুসলমান যদি অসুস্থ অবস্থায় এ আয়াতটি চল্লিশ বার পড়ে তাহলে ওই অসুখে সে মারা গেলে চল্লিশজন শহিদের সওয়াব পাবে। আর সুস্থ হয়ে গেলে তার যাবতীয় গোনাহ মাফ করে দেয়া হবে। [হিসনে হাসিন-২৪১]

 আরবি দোআ: একবার পড়বে

  لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ  

 বাংলা উচ্চারণ :  লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জলিমিন।

 বাংলা অর্থ : তুমি ছাড়া ইবাদতের উপযুক্ত আর কোনো ইলাহ নেই।

 তুমি পুত-পবিত্র, অবশ্যই আমি জালেমদেরই একজন ছিলাম। [সুরা আম্বিয়া-৮৭]

( dua yunus,yunus as dua,dua of yunus,দোয়া ইউনুস,dua yunus bangla,dua yunus benefits )

Dua Yunus: Meaning, Importance and Benefits

If you are looking for a powerful prayer to seek Allah's forgiveness and mercy, Dua Yunus is the perfect prayer for you. This dua holds a special place in the hearts of Muslims because of its significance and rewards. In this article, we will explore the meaning, importance and benefits of Dua Yunus.

Index

1. What is Dua Yunus?

2. The story behind Doa Yunus

3. Importance of reading Dua Yunus

4. Benefits of reciting Dua Yunus

5. How to recite Dua Yunus?

6. When to recite Dua Yunus?

7. Be careful while reciting Dua Yunus

8. Significance of memorizing Dua Yunus

9. Dua is the power of Yunus

10. Effect of dua Yunus on the soul

11. Connection between dua Yunus and forgiveness

12. Effect of Dua Yunus on Mind and Body

13. How to practice Dua Yunus regularly?

14. Conclusion

1. What is Dua Yunus?

Dua Yunus is a prayer that seeks forgiveness and mercy from Allah. It is also known as Dua of Hazrat Yunus (a.s.) because it is mentioned in the Quran that he recited it while he was in the belly of the whale. Dua is a powerful tool to seek forgiveness and repentance from Allah and has many benefits for the believer.

2. The story behind Doa Yunus

The story of Hazrat Yunus (AS) is one of the most famous stories in the history of Islam. He was sent by Allah to preach to the people of Nineveh, but they did not listen to him and continued to live in sin. Hazrat Yunus (A.S.) was disappointed and left the city without Allah's permission. As a result, he was swallowed by a whale and spent three days and nights in its belly.

While in the belly of the whale, Hazrat Yunus (A.S.) realized his mistake and asked Allah for forgiveness. He recited Dua Yunus, and Allah accepted his repentance, causing the whale to spit him out on the shore. This story serves as a reminder to all Muslims of the importance of apologizing and the power of Dua Yunus.

3. Importance of reading Dua Yunus

Dua Yunus is an essential prayer for all Muslims as it is a means of seeking forgiveness and mercy from Allah. It is a reminder of our mortality and the importance of turning to Allah for guidance and forgiveness. The dua also highlights the power of repentance and God's mercy, offering hope to those who may be hopeless or lost.

4. Benefits of reciting Dua Yunus

The benefits of reciting Dua Yunus are many. It is a means of seeking forgiveness and repentance from Allah and it provides comfort and assurance to the believer. Dua can also help relieve stress and anxiety and provide peace and tranquility to the soul.

5. How to recite Dua Yunus?

Recitation of Dua Yunus is simple and easy to memorize. The dua is as follows:

"La ilaha illa anta, subhanaka, inni kuntu mina atthalimin."

Translation: "There is no god but You, the Most High. Surely I am among the wrongdoers."

6. When to recite Dua Yunus?

Dua Yunus can be recited at any time, but there are specific times to recite it for maximum benefit. The best time to recite Dua Yunus is the last third of the night, because it is a time when Allah is Most Merciful and Forgiving. It is also recommended to recite dua after the obligatory prayers, especially the Fajr and Maghrib prayers.

7. Be careful while reciting Dua Yunus

It is important to have sincerity and humility in the heart while reciting Dua Yunus. Dua should not be recited as a ritual or just for the sake of recitation. It is also important to understand the meaning of the dua and think about it while reciting it. Finally, one should avoid distraction while reciting du'a and should give their full attention to seeking Allah's forgiveness and mercy.

8. Significance of memorizing Dua Yunus

Memorizing Dua Yunus is highly recommended for all Muslims as it is a powerful prayer that can be recited at any time. Memorizing du'a makes it easy to recite regularly and when needed. It is a way to strengthen one's connection with Allah and increase their faith.

9. Dua is the power of Yunus

Dua Yunus has immense power and can bring profound changes in a person's life. It is a way to seek forgiveness and mercy from Allah and can help relieve stress, anxiety and depression. Dua can also help improve relationships with others and increase one's overall well-being.

10. Effect of dua Yunus on the soul

Reciting Dua Yunus can have a profound effect on the soul. It can bring a sense of peace and tranquility and help increase one's faith and connection with Allah. Dua can also help purify the heart and increase one's sense of humility and gratitude.

11. The connection between Dua Yunus and forgiveness

Dua Yunus is closely connected to the concept of forgiveness in Islam. The dua highlights the importance of seeking forgiveness from Allah and serves as a reminder that no matter how far one has strayed, Allah is always ready to forgive and accept repentance.

12. The impact of Dua Yunus on the mind and body

Reciting Dua Yunus can have a positive impact on both the mind and body. It can help reduce stress, anxiety, and depression and promote a sense of calm and relaxation. The dua can also help improve memory and concentration and increase overall mental and emotional well-being.

13. How to make Dua Yunus a regular practice?

To make Dua Yunus a regular practice, it is important to set aside a specific time each day to recite it. This can be done after the obligatory prayers or during the last third of the night. It is also helpful to memorize the dua so that it can be recited easily and regularly. Lastly, one should make a conscious effort to reflect on the meaning of the dua and apply it to their daily lives.

14. Conclusion

Dua Yunus is a powerful supplication that can bring about profound changes in a person's life. It is a means of seeking forgiveness and mercy from Allah and can help improve one's overall well-being. By reciting this dua regularly and with sincerity, Muslims can strengthen their connection with Allah and increase their faith.

15. FAQs

1.           What is the meaning of Dua Yunus?

Dua Yunus is a supplication that seeks forgiveness and mercy from Allah.

Dua yunus bangla pic

Dua yunus bangla meaning

La ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin meaning bangla

পোস্ট ট্যাগ-

dua yunus benefits bangla

দোয়া ইউনুস প্রতিদিন ১০০০ বার পাঠের ফজিলত

dua yunus er fojilot

dua yunus khatam

খতমে ইউনুস পড়ার নিয়ম


Post a Comment (0)
Previous Post Next Post